Home / কলমের জীবনী

কলমের জীবনী

২০১৭ সালের ৯ আগষ্ট আমার কলমের যাত্রা শুরু হয়। চিন্তাশক্তির প্রসার করা আমার কলমের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। যে কোন ধরণের যুক্তিবাদী চিন্তাধারাকে আমার কলম স্বাগত জানায়। একঝাঁক তরুণের সমন্বয়ে এবং ছোট ছোট চিন্তাধারা থেকে প্রয়োজনের তাগিদে আমার কলম প্রতিষ্ঠিত। শিপ্ত বড়ুয়ার প্রচেষ্টা এবং আব্দুল মান্নানের হাতের নৈপুণ্যতায় আমার কলম পরিপূর্ণতা লাভ করে। প্রতিনিয়ত নানান প্রতিকূলতার দেয়াল ভেঙে নতুন পথের অনুসন্ধান করে যাচ্ছে আমার কলম। আমার কলম বিশ্বাস করে ছোট ছোট চিন্তাধারা থেকে একজন লেখক বিশ্ব দেখে এবং সৃষ্টি করে নতুন জগৎ।

এই ব্লগের নাম আমার কলম দেওয়ার পেছনে আছে নানান রহস্য ও ইতিহাস ।